Amar Bhaier Rokte Rangano Ekushey February - in 12 languages..........

 
দেখুন সেই ভিডিও

ভাষা আন্দোলনের এই জনপ্রিয় গানটি এত দিন বাংলাতেই গাওয়া হত। কখনও সখনও অন্য ভাষাতেও গাওয়া হয়েছে। কিন্তু, একই সঙ্গে ১২টি ভাষায় এর আগে কখনও গাওয়া হয়নি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ বছর বাংলা-সহ ১২টি ভাষায় গাওয়া হল গানটি। এবং সেই ভিডিওটি প্রকাশ করলেন বাংলাদেশি তরুণ নাবিদ সালেহীন। তিনিই এই গোটা কর্মকাণ্ডের উদ্যোক্তা। মালয়, আরবি, জার্মান, নেপালি, হিন্দি , ফরাসি, স্পেনীয়, রুশ, ইংরেজি, চিনা এবং ইতালীয় ভাষায় গানটি গাওয়া হয়েছে। শিল্পীরা ওই ভাষাভাষী দেশেরই।


নাবিদ বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। তিনি জানান, গত বছরের মাঝামাঝি তিনি ১৬টি দেশের সংগীতশিল্পীদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের অনুরোধ করেন ওই গানটি তাঁদের নিজস্ব ভাষায় গাইতে হবে। ১২ জন তাঁর ডাকে সাড়া দেন। পরে নাবিদ ওই শিল্পীদের অনুবাদ ও মিউজিক পাঠিয়ে দেন। শিল্পীরা গানটি গেয়ে এর পর ভিডিও-সহ তা পাঠিয়ে ওই তরুণকে। এর পরে বাংলাদেশে তার মিক্সিং-এর কাজ শুরু হয়। তাঁর কথায়, ‘‘আমরা চেয়েছিলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের অন্য ভাবে শ্রদ্ধা জানাতে।  এটা তারই অংশ।’’

0 মন্তব্যসমূহ