আজ ১২ সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আবদুল করিমের মৃত্যু দিবস। দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে ২০০৯ সালের এই দিনে তিনি সিলেটের নুরজাহান জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। শাহ আব্দুল করিমের ইচ্ছা অনুযায়ী তাঁকে উজান ধল গ্রামে তার স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হয়।
বাউল আব্দুল করিম বলে
জীবন লীলা সাঙ্গ হলে
শুয়ে থাকব মায়ের কোলে
তাপ অনুতাপ ভুলে।
বাউল গানের জীবন্ত কিংবদন্তী শাহ আবদুল করিমের জন্ম হয় ১৫ ফেব্রুয়ারি ১৯১৬ সালে সুনামগঞ্জ জেলার কালনী নদীর তীরে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল আশ্রম গ্রামে। তাঁর বাবার নাম ইব্রাহিম আলী ও মায়ের নাম নাইওরজান বিবি। স্ত্রীর নাম ছিল আফতাবুন্নেসা, যাকে তিনি আদর করে ডাকতেন সরলা। আদি বাসস্থান ধল আশ্রম গ্রামে হলেও ১৯৫৭ সালে তাঁরা ধল আশ্রমের পার্শ্ববর্তী পাড়া উজান ধল গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দিনমজুর ইব্রাহিম আলীর ৬ সন্তানের মধ্যে করিমই হচ্ছেন একমাত্র ছেলে। শাহ্ আব্দুল করিমের পিতা ইব্রাহিম আলী ১০৩ বছর বয়সে ১৯৮৪ সালে মারা যান।
১৯৮৮ সালে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন মা নাইওরজান বিবি।
0 মন্তব্যসমূহ